en

পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি এবং কোন দেশে কতটি অস্ত্র আছে?

উত্তর(১):- পৃথিবীতে প্রায় নয়টি পারমানবিক অস্ত্রধারী দেশ রয়েছে। এর মধ্যে -
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি প্রায় সাত হাজার পারমানবিক বোমা আছে।
আমেরিকার আছে প্রায় ৬৮০০ টি পারমানবিক বোমা।
ফ্রান্সের কাছে আছে প্রায় ৩০০ টির মত পারমানবিক ওয়ারহেড।
চীনের আছে ২৭০ টি পারমানবিক বোমা।
যুক্তরাজ্যের ২১৫ টি, পাকিস্তানের ১৪০ টি, ভারতের ১২০ টি, উত্তর কোরিয়ার প্রায় ২০ টি এবং ইহুদিবাদি ইসরাইলের পারমানবিক কর্মসূচি নিয়ে এখনো কোন প্রকাশ্য ঘোষণা না থাকলেও তাদের পারমানবিক কর্মসূচি নিয়ে সবাই নিশ্চিত।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো